হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদুল কবির মুরাদ।
গতকাল রোববার তাকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব থেকে হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ শাখা-২ এর উপ-সচিব দেওয়ান মাহবুবুর রহমান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
একই দিন একই মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-২ শাখা এর উপ-সচিব মোঃ তমিজুল ইসলাম স্বাক্ষরিত অপর পত্রে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মনীষ চাকমাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে উপ-সচিব পদে বদলীপূর্বক নিয়োগ দেয়া হয়েছে।