স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদেরকে তথ্য প্রযুক্তি শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। সরকার ইন্টারনেট এবং প্রযুক্তিকে হাতের নাগালে এনে দিয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব গড়ে তুলা হয়েছে। এই সুবিধাকে কাজে লাগাতে পাড়লে কেউ বেকার থাকবে না। তথ্য প্রযুক্তির মাধ্যমে সহজেই কমসংস্থান সৃষ্টি করা যায়। কর্মক্ষেত্রে সীমাবদ্ধ না থেকে সারা বিশে^র কাজ ঘরে বসেই করা যায়। সরকারের দেয়া এই সুবিধাকে কাজে না লাগালে পিছিয়ে পড়তে হবে। শেখ হাসিনার সরকার বিনামূল্যে বই, উপবৃত্তিসহ শিক্ষাক্ষেত্রে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার সুফল নিয়ে আসতে শিক্ষার্থী এবং অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়ের তিনদশক পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, হবিগঞ্জের মাঠির সন্তান হিসাবে জনগণ যখন আমাকে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন তখন থেকেই ব্যক্তি জীবনকে উপেক্ষা করে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। জনগণের ঋণ শোধ করতে গিয়ে আমার এই সকল প্রচেষ্টা। হবিগঞ্জে-লাখাইয়ের প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠা করাই আমার পরবর্তী লক্ষ্য। শাহজালাল (রঃ) উচ্চ বিদ্যালয়কেও কলেজে রূপান্তর করা হবে। এই এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন কাজ করা হয়েছে। আগামীতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক সিরাজুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও সদর উপজেলা আওয়ামী লীগের লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান হিরো।
এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ নুরুল হক, প্রকৌশলী অমীয় চক্রবর্তী, এলাকার মুরুব্বী হাজী আরমান আলী, ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ মিয়া, আউলাদ আলী, শাহজাহান মিয়া, সাহেব আলী, রঞ্জিত কুমার পাল, মোঃ মকসুদ আলী, মোছাঃ জাহেদা খাতুন, সাবেক প্রধান শিক্ষক জবেদ আলী, প্রাণেষ চন্দ্র দত্ত, প্রাক্তণ শিক্ষক মোঃ বাহার উল হক, দিলীপ কুমার দেব, রুহুল আমীন বেপারী, আব্দুল মতিন, মোঃ ফরিদ মিয়া, হারুনুর রশিদ, শিক্ষিকা খুদেজা আক্তার প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বজল চন্দ্র দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র মোঃ আব্দুল ওয়াদুদ ও সহকারী শিক্ষিকা ফারহানা আক্তার চৌধুরী। রুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিনিয়র শিক্ষক কাজী মোঃ আঞ্জব আলী এবং গীতা পাঠ করেন প্রাক্তণ ছাত্র অধীর চন্দ্র পালন।