নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএমএ সভাপতি ডা. মুশফিক হুসেন চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ডাকযোগে জেলা পরিষদ কার্যালয়ে এক চিঠির মাধ্যমে এ হুমকি দেওয়া হয়। চিঠিতে প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের কথা উল্লেখ করে ডা. মুশফিক হুসেন চৌধুরীকে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে।
চিঠিতে মুশফিক হুসেন চৌধুরী ছাড়াও বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই এবং বাহুবল সদর ইউপি চেয়ারম্যান নজমুল হাসান চৌধুরীসহ আরো অনেকে তাদের তালিকায় রয়েছে বলে উল্লেখ করা হয়।
চিঠিতে প্রেরক হিসেবে জেলার বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের রুছমত উল্লাহ ছেলে জায়েদ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ প্রশাসক ডা. মুশফিক হুসেন চৌধুরী তার কার্যালয়ে সাংবাদিকদের সামনে চিঠিটি পড়ে শোনান। তিনি জানান, সকালে কার্যালয়ে এসে তিনি অন্যান্য চিঠির সঙ্গে এ চিঠিটি পান।
এ ব্যাপারে সদর মডেল থানায় তিনি জিডি করেছেন বলে জানান। সদর মডেল থানার ওসি নাজিম উদ্দিন জানান, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।