চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির গাজিপুর স্কুল এন্ড কলেজের সততা সংঘের শিক্ষার্থীদের সাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় চুনারুঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আঃ মালেক মাষ্টারের সভাপতিত্বে ও গাজিপুর স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক মাসুক মিয়া পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ রফিক আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আহম্মদ আলী, সদস্য আঃ মালেক তালুকদার ও সাংবাদিক এস আর রুবেল মিয়া প্রমুখ। মতবিনিময় সভায় গাজিপুর স্কুল এন্ড কলেজের সততা সংঘের শিক্ষাথীসহ কয়েকটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থী অংশগ্রহন করে। মতবিনিময় সভাপ শেষে সততা সংঘের শিক্ষার্থীদের দুদকের শপথ পাঠ করা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ্ আহম্মদ আলী।