শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :- শায়েস্তাগঞ্জে বিদ্যাপীঠ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্টিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মোঃ ওয়াছিউজ্জামান নিপুর সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান নাঈমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ তালুকদার, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ এবাদুল হক শাহীন।
বিদ্যাপীঠ একাডেমির পরিচালক শাহিন আহমেদ তালুকদার, রেজা করিম সনি, মাহফুজ আহমেদ, পরিতোষ দেব, আঃ খালেক, সিনিয়র শিক্ষক বিপ্লব বৈদ্য প্রমুখ।