নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে গতকাল রবিবার নবীগঞ্জ প্রিমিয়াম ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। খেলায় রয়েল স্পোটিং ক্লাব ৫৯ রানের ব্যাবধানে ব্রার্দাস স্পোটিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। প্রথমে টসে জিতে ব্রার্দাস স্পোটিং ক্লাব ফিল্ডিং এবং রয়েল স্পোটিং ক্লাব ব্যাট করতে নামে। রয়েল স্পোটিং ক্লাব ২২৪ রান করে অল আউট হয়। জবাবে ব্রার্দাস স্পোটিং ক্লাব ৭ উইকেটের বিনিময়ে ১৬৫ রান করে। উক্ত ফাইনাল খেলায় ও পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন এমএ মুনিম চৌধুরী বাবু এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমদ চৌধুরী, জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, কাউন্সিলর আব্দুস ছালাম, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবনেতা মনর উদ্দিন, নুরুল আমীন, আবুল কালাম মিঠু, নুরুল হক, জিলা মিয়া, শিপন মিয়া, টুর্ণামেন্টের উদ্যোক্তা তোহেল আহমদ প্রমূখ।
পরে অনুষ্টানের অতিথিবৃন্দ খেলায় চ্যাম্পিয়ান রয়েল স্পোটিং ক্লাবের অধিনায়ক আমিনুল ইসলামের হাতে প্রথম পুরুস্কার ১টি মটর সাইকেল এবং রার্নাস আপ দল ব্রার্দাস স্পোটিং ক্লাবের অধিনায়ক জায়েদ চৌধুরীর হাতে ২য় পুরুস্কার ১ টি ফ্রিজ তোলে দেন। উল্লেখ্য খেলায় প্রথম পুরুস্কার মটর সাইকেল সৌজন্য দেন তরুন সমাজ সেবক নজরুল ইসলাম।