নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে লাইসেন্স না থাকায় রূপালী ব্রিকস্কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম ও রূবাইয়া আফরোজ এ অভিযান পরিচালনা করেন। পরে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ বিপুল পরিমাণ কোমল পানীয় ও খাবার ধ্বংস করা হয়।