নিজস্ব প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা পুলিশ ফাঁড়ি বিশেষ অভিযান চালিয়ে আজমিরীগঞ্জ থানার সহযোগিতায় ডাকাতি মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত সর্দার সাবলু (৩২) কে গ্রেফতার করেছে। সাবলু আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের হারিছ মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানাযায়, সে বিভিন্ন এলাকায় ডাকাতি, গনধর্ষন, দ্রুত বিচার ও জাল টাকার ব্যবসা এবং পুলিশকে ছুরিকাঘাত সহ সর্বমোট ১৯টি মামলার পলাতক আসমী।
১৪ ফেব্রয়ারী বুধবার দুপুর ২টায় শিবপাশা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার হোসেনের সংবাদের ভিত্তিতে এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এসআই হুমায়ন, এএসআই সুমন সিংহ, নাসিম সহ একদল পুলিশ আজমিরীগঞ্জ উপজেলার কমপ্লেক্স এর সামনে অভিযান চালিয়ে বিভিন্ন কৌশলে পুলিশ ডাকাত সর্দারকে আটক করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ডাকাত সর্দার সাবলু মিয়াকে গ্রেফতারে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।