নিজস্ব প্রতিনিধি : এমপি আবু জাহির গোল্ডকাপ প্রিমিয়ার ক্রিকেট লীগের সেমিফাইনাল খেলায় ইয়ং ব্রার্দাকে হারিয়ে উত্তরন সংসদ জয়ী হয়েছে।
গতকালের খেলায় ইয়ং ব্রার্দাস ক্লাব টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ইয়ং ব্রার্দাস ব্যাট করতে নেমে ৪৭ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে। ইয়ং ব্রার্দাসের পক্ষে সর্বোচ্চ সাহিদুর ২৫, জুনায়েদ ২১, সজিব ১৬ রান করে। উত্তরন সংসদের পক্ষে রাফি ও লিংকন ২টি, এপু, রতন, ফয়সল, রিন্টু পার্থ ১টি করে উইকেট লাভ করে। ইয়ং ব্রার্দাসের ১২৯ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরন সংসদ ৩২ ওভার ১বলে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান করে জয়ের লক্ষ্যে পৌছেঁ যায়। উত্তরন সংসদের পক্ষে সর্বোচ্চ রকি ৪৩, পার্থ ১৫ ও ফয়সল ১২ রান সংগ্রহ করে। ইয়ং ব্রার্দাসের পক্ষে লিটন ও জুনায়েদ ৩টি করে এবং সাহিদুর ১টি উইকেট লাভ করে। খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন মঈন উদ্দিন তালুকদার সাচ্চু ও জয়নাল আবেদীন তপু। ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য হুমায়ন কবির শাহেদ । আজ ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে মর্ডান ক্লাব ও শাপলা সংসদ।