মোঃ সুমন আলী খান ॥ সদা হাস্যেজ্জল মাহি মিয়া(২১) আর বন্ধুদের সাথে কথা বলবে না। আর কোন দিন সহপাঠিদের সাথে বিভিন্ন অনুষ্টানে দেখা হবেনা।
সে তার পরিবার ও সহপাঠিদের ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।ওই যুবক মাহি নবীগঞ্জ পৌর এলাকার চরগ্াঁও গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র।
তার আকস্মিক মৃত্যু নিয়ে সহপাঠিদের মধ্যে দেখা দিয়েছে শোকের ছায়া।নবীগঞ্জ হাসপাতাল সুত্রে প্রকাশ,গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ শহরে হাটতে গিয়ে হঠাৎ তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হয় । এতে সে নিজেই নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্্ের চিকিৎসা নিতে যা । চিকিৎসক তার সাাির্বক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি করেন।
কিন্তু দশ মিনিটের মধ্যে সে মৃত্যুর কুলে ঢলে পড়ে।তার মর্মান্তিক মৃত্যু সংবাদ পরিবারে ও সহপাঠিদের মধ্যে ছড়িয়ে পড়লে শোকের ছােয়া নেমে আসে।