এস এম আমীর হামজা।। নবীগঞ্জে বীর প্রতীক এমআর সাদী মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর প্রতীক এমআর সাদী মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি মঈনুল আমীন বুলবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক কাজী ওবায়দুল কাদের হেলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, মেজর (অবঃ) সুরঞ্জন দাশ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), বাংলাদেশ এসোসিয়েশন গ্রেটার ম্যানচেষ্টার এর সভাপতি আবুল নাছির ওহাব, বাংলাদেশ এসোসিয়েশন ভার্সোলোনা ইপ্রিন শাহজালাল জামে মসজিদ এর সভাপতি সুরুজ্জামান জামান, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সহ সভাপতি ছুরুক মিয়া, গ্রেটার ম্যানচেষ্টার মৌলভীবাজার এসোসিয়েশন এর সভাপতি ফারুক আহমেদ, সজিবুল হক চৌধুরী, প্রবাসী শাহীন মিয়া, প্রাক্তন ইউপি চেয়ারম্যান আব্দুর রউপ, কেন্দ্রীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলী আহমদে মুসা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, গৌতম দাশ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্মদীপ দাশ রাজু প্রমুখ।