নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জে ত্র“টিপূর্ণ মোটর সাইকেলের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ থানার সামনে চেকপোস্ট বসিয়ে তিনটি সাইকেলের বিরুদ্ধে মামলা দেয়। কয়েকদিন পূর্ব থেকে শুরু হওয়া এ অভিযানে এ পর্যন্ত ২৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ওসি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।