বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ভ্রাম্যমান আদালতে বন্যপ্রাণী পরিবনের দায়ে এক ব্যক্তিকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়েছে।
গতকাল শনিবার উপজেলার মিরপুর বাজার থেকে বন্যপ্রাণী পরিবহন কালে নবীগঞ্জ উপজেলার উত্তর নামরু গ্রামের মৃত আব্দুস সহিদের পুত্র বাচ্চু মিয়া কে আটক করে বাহুবল মডেল থানা পুলিশ। এ সময় তার কাছে ৪টি বক ও ২টি কালিন পাখি পাওয়া যায়। আটকের পর ঐ ব্যক্তিকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের আদালতে হাজির করলে এ দন্ডাদেশ প্রদান করেন।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্টের বিশেষ অভিযানে বাহুবল রোডে চলাচলরত সিএনজি গাড়ীর কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮ জন চালককে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা ও ৬টি সিএনজি গাড়ি আটক করা হয়।
দন্ডপ্রাপ্তরা হল- উপজেলার করিমপুর গ্রামের আরজু মিয়ার পুত্র আলমগীর (২৪), আব্দাকামাল গ্রামের কটু মিয়ার পুত্র তাজুল ইসলাম (২৬), সুতিন গ্রামের ফজল মিয়ার পুত্র উজ্জল (২২), নবীগঞ্জ উপজেলার চেরাগ আলীর পুত্র রুবেল মিয়া (২০) ও একই উপজেলার মুড়াউড়া গ্রামের জাহিদ মিয়ার পুত্র সাহিদ মিয়া (২৬) কে পাঁচ হাজার টাকা করে, বাহুবল উপজেলার পশ্চিম ভাদেশ্বর গ্রামের এখলাছ মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (২২) ও শিমুলিয়াম গ্রামের আব্দুল রউফের পুত্র আব্দুল আহাদ (২৮) কে দুই হাজার টাকা করে ও সুন্দ্রাগাঁও গ্রামের ফজল মিয়ার পুত্র নাছির উদ্দিন (২৫) কে এক হাজার টাকা জরিমানা করা হয়।