স্টাফ রিপোর্টার : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৫ বছর ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ অপর পাঁচ আসামির ১০ বছর কারাদণ্ডের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে নছরতপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদল।
বৃহস্পতিবার রায় ঘোষণার পর পরই হবিগঞ্জ সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ব্রাহ্মণডুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ আবু তাহের, নুরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান বেনু, সদর উপজেলা যুবদলের কোষাদক্ষ নাসির উদ্দিন সেলিম, ধর্ম সম্পাদক হাফেজ বাবুল আহমেদ, প্রচার সম্পাদক মো. রিপন মিয়া, বিএনপি নেতা হাজ্বী মতিন, মহিউদ্দিন দুলাল, হাসানুর রহমান ইনু, মো. মানিক মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিজভি আহমেদ রনি, যুবদল নেতা আরিফ হোসেন খোকন, শামিম আহমেদ নাসির, মো. আক্তার আলী, দেলোয়ার হোসেন দিলু, কামরুল ইসলাম তালুকদার, রবিউল আওয়াল লুকুছ, মো. ইব্রাহিম মিয়া, মো. সাহাব উদ্দিন, মো. মতিউর রহমান মতিন, শ্রমিকদল নেতা মো. মোশাহীদ আহমেদ, মো. জাহির মিয়া, ছাত্রদল নেতা শামিম, সুমন প্রমূখ।