বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল থানা যুবদল সভাপতি হাজী শামছুল আলম, থানা ছাত্রদল আহবায়ক আব্দুল আহাদ কাজল, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও ছাত্রদল নেতা কাউছার আহমেদকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দূর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে উপজেলায় নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বুধবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।