বাহুবল প্রতিনিধি : বাহুবলে ১২ অবৈধ গাড়ি ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালককে অর্থদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। আজ (০৪) ফেব্র“য়ারি রবিবার দুপুর সাড়ে ১২টায় বাহুবল উপজেলা প্রশাসনের সামনের রোডে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন-এর নেতৃত্বাধিন মোবাইল কোর্ট বসিয়ে এ দন্ডাদেশ প্রদান করা হয়। এ সময় রোডে চলাচলরত সিএনজি, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাদেরকে এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নিজগাঁও গ্রামের ছায়েদ আলীর পুত্র সিএনজি চালক আহাদ আলী ও উত্তরসুর গ্রামের আব্দুস সোবানের পুত্র প্রাইভেট কার চালক আব্দুল আহাদকে ৫ হাজার, বাবনাকান্দি গ্রামের সুহেল মিয়ার পুত্র সিএনজি চালক রুহেল মিয়া ও দৌলতপুর গ্রামের মকছুদ আলীর পুত্র লিটন মিয়াকে ৪ হাজার, চারগাঁও (ভৈরবীকোণা) গ্রামের হুসন আলীর পুত্র পিকআপ ভ্যান চালক ইউসুফ আলী কে ৩ হাজার, পশ্চিম ভাদেশ্বর গ্রামের আবিদ আলীর পুত্র সিএনজি চালক তাজুল ইসলাম ও একই গ্রামের সাদু মিয়ার পুত্র সিএনজি চালক আজাদ মিয়া, বাহুবল গ্রামের আলিম উল্লাহ পুত্র সিএনজি চালক মহিউদ্দিন ও যশপাল গ্রামের জমসর উদ্দিনের পুত্র সিএনজি চালক ফয়সল আহমেদ কে ২ হাজার, বাহুবল গ্রামের জালাল উদ্দিনের পুত্র সিএনজি চালক মানিক মিয়াকে ১ হাজার, ছোট বড়ইউড়ি গ্রামের আক্রম উল্লার পুত্র মোটরসাইকেল চালক তাহির মিয়া ও বাবনাকান্দি গ্রামের আরফাত উল্লার পুত্র মোটরসাইলেক চালক আওলাদ মিয়াকে ৫শত টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, বাহুবল রোডে চলাচলারত অবৈধ গাড়ি ও গাড়ি চালকের বিরুদ্ধে মোবাইল কোর্ট বসিয়ে উল্লেখিত ব্যক্তিদের বিভিন্ন অর্থ দন্ডে দন্ডিত করেছি।