সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে দেশীয় তৈরী পাইপগান ও গুলিসহ ১ জনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল র্যাব-৯।
গত বুধবার (৩১ জানুয়ারী) রাত পৌণে ৯টায় শায়েস্তাগঞ্জ উপজেলার হাসপাতাল সড়কস্থ বিশেষ চেকপোষ্ট ডিউটি পরিচালনা করে তল্লাশী চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো- হবিগঞ্জ সদর উপজেলার নাতিরপুর গ্রামের মৃত আব্দুল হেকিম (লেচু মিয়ার) ছেলে মো: মাসুক মিয়া (৩১)।
র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেস সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এএসপি পিযুষ চন্দ্র দাসসহ শায়েস্তাগঞ্জ থানা এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে ওই ব্যক্তিকে সন্দেহ হলে দৌড়ে পালানোর চেষ্টা করলে তার হাতে থাকা ১টি নেটের বাজারের ব্যাগসহ গ্রেপ্তার পূর্বক চ্যালেঞ্জ করা হয়।
র্যাব জানায়, সে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে সে কোনো সন্তোষজনক জবাব দিতে না পারায় এবং তার আচরণ সন্দেহজনক হওয়ায় তার হাতে থাকা নেটের বাজারের ব্যাগ ও দেহ তল্লাশী করে নেটের ব্যাগের ভিতরে রক্ষিত অবস্থায় ১টি দেশীয় তৈরী পাইপগান ও ৬ রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মনিরুজ্জমান। ১লা ফেব্রুয়ারী থানা পুলিশ তাকে জেলহাজতে প্রেরণ করে।