একটু ভাবুন ওদের কথা
যারা ঘুমায় পথ ঘাটে,
লেপ তোশক আর শীতের পোশাক
ছাড়াই যাদের শীত কাটে।
আমরা যখন অট্টালিকায়
ঘুমাই জাজিম বিছানায়,
একটু ভাবুন তাদের কথা
যারা খোলা জায়গায় রাত কাটায়।
শীতে কাবু পথ শিশুরা
ফকির, মিসকিন, ছিন্নমূল,
মাথা গোজার ঠাই নেই তাদের
ভাবুন যাদের নেই কোন কূল।
মানব কুলে জন্ম মোদের
ওরা ও তো মোদের ভাই,
মানুষ সত্য সেবা মহত্ব
আসুন তাদের পাশে দাড়াই