বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ইউসেব ট্যালেন্ট হান্ট-২০১৮ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বাহুবল উপজেলা সভাকক্ষে ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন বাহুবল (ইউসেব)-এর আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। দিনব্যাপি ঝাঁকজমকপূর্ণ এ প্রতিযোগিতায় উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। ব্যতিক্রমী এ আয়োজনে চ্যাম্পিয়ন হয় সানশাইন প্রি ক্যাডেট এন্ড হাই স্কুল ও রানার-আপ হয় মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়।
সকাল ৯টায় রায়হানুল হোসেন রবিন ও তোফায়েল আহমেদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউসেবের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক তালুকদার (হৃদয়)। ৪টি সেশনে বিষয়ভিত্তিক পরীক্ষার পাশাপাশি প্রজেক্টরের মাধ্যমে সম্পূর্ণ ভিন্নধর্মী কয়েকটি ইভেন্টের শেষে চ্যাম্পিয়ন এবং রানার-আপ স্কুল নির্বাচিত হয়। তন্মধ্যে প্রথমে পঞ্চাশ মিনিটের বিষয়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষকের দায়িত্ব পালন করেন সংগঠনের সহ-সভাপতি মোঃ রুয়েল মিয়া, সহযোগিতায় ছিলেন মামুন, কাউসার, রানা, দীপক, সঞ্জয়, এমদাদ, ইসমাইল।
অন্যান্য সেশন পরিচালনা করেন মোঃ মোস্তাক তালুকদার, সহযোগিতা করেন বিল্লাল, হাবিবুর, রাহাত, দেলোয়ার প্রমুখ। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউসেব-এর উপদেষ্টা সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোঃ মাসুম তালুকদার, বাহুবল কলেজের প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সিএ কনক দেব মিঠু।
বিকাল ৪টায় ইউসেবের সভাপতি মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও কনক দেব মিঠুর সঞ্জালনায় পুরস্কার বিতরণী পর্ব শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
এছাড়াও আলিফ সোবহান চৌধুরী কলেজের প্রভাষক মোঃ আয়ুব আলী, বাহুবল মডেল প্রেস ক্লাবের সহ-সভাপতি পংকজ কান্তি গোপ টিটু, সাধারণ সম্পাদক এম. শামসুদ্দিন সহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে আকর্ষনীয় ট্রপি, চ্যাম্পিয়ন দলকে নগদ টাকা ৫ হাজার, রানার-আপ দলকে নগদ ৩ হাজার, মেডেল এবং সকল প্রতিযোগির হাতে সনদপত্র তুলে দেন।