নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় অবস্থিত শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে এ শিক্ষা প্রতিষ্ঠানটি জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করেছে। শুধু তাই নয় এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হকও জেলা ‘শ্রেষ্ঠ প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন। সম্প্রতি জেলা প্রশাসক মনীষ চাকমার কাছ থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সনদ গ্রহণ করেন প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুল হক।
যদিও ১৯৯৫ সাথে স্থাপিত এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে চালু করা হয় নার্সারী থেকে ২য় শ্রেণি পর্যন্ত। পাঠদানের ধারাবাহিকতায় নিজস্ব প্রতিষ্ঠান থেকে ৫ম শ্রেণি শিক্ষার্থীরা ২০১১ সালে পিএসসি, ২০১০ সালে জেএসসি ও ২০০৯ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ সফলতা নিয়ে আসেন।
বোর্ড কর্তৃক ১৯৯৯ সালে নি¤œ-মাধ্যমিকের যাত্রা শুরু হলে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে ভাল রেজাল্ট আসতে শুরু করে। যার ফলে ২০০৩ সালে শিক্ষা বোর্ড কর্তৃক জুনিয়র হাইস্কুলের স্বীকৃতি পায়। ধারাবাহিক শিক্ষার আলো ছড়ানোর ফলে ২০০৮ সালে মাধ্যমিকের স্বীকৃতি লাভ করে এ শিক্ষা প্রতিষ্ঠানটি। এখানে শেষ নয়, এ বিদ্যাপীঠটি ২০১০ সালে শিক্ষা বোর্ড কর্তৃক জুনিয়র হাইস্কুলের এমপিও স্বীকৃতি লাভ করেছে।
সর্বশেষ ২০১৭ সালে পিএসসি পরীক্ষায় এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩৬ জন অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়। ৪৪টি এ প্লাস আসে। একই সালে জেএসসি পরীক্ষায় ১৫৪ জন অংশ নিয়ে সবাই পাশ করে। ৭৭টি এ প্লাস আসে এবং এসএসসি পরীক্ষায় ১৩৬ জনের অংশ নিয়ে ১৩৪ কৃতকার্য হয়। এর মধ্যে ২০টি এ প্লাস রয়েছে। এছাড়াও এ শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডে এসএসসি পরীক্ষা ২০১২ সালে ১৪ তম ও ২০১৪ সালে ১৮ তম হয়েছিল।
শায়েস্তাগঞ্জ শিক্ষা ও সমাজকল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত ৫১ জন শিক্ষক ও কর্মচারীর মধ্যে মাত্র ৬ শিক্ষক এমপিও ভূক্ত রয়েছেন। প্রতিবছর যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়ে সু-শিক্ষায় শিক্ষিত হচ্ছেন। এ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষায় প্রায় কোন শিক্ষার্থীই অকৃতকার্য হচ্ছেন না। শতভাগ রেজাল্টে শিক্ষা প্রতিষ্ঠানটি বিভাগজুড়ে সুনাম বয়ে এনেছে। এভাবে শিক্ষার আলো ছড়ানোর পেছনে অবদান হলো স্কুল পরিচালনা কমিটি, দক্ষতার সাথে শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের মাঝে পাঠদান। নিয়মনীতি মেনে এখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। নেই কোন স্বজনপ্রীতি। শিক্ষকদের শ্রমের কথা বলে শেষ করা কঠিন। যার ফলে দিন দিন এ শিক্ষা প্রতিষ্ঠানটি সু-শিক্ষা দান করে নতুন প্রজন্মকে আগামীদিনের জন্য দক্ষ করে গড়ে তুলছে। এসব দিক বিবেচনায় নিয়ে বৃটিশ কাউন্সিলের কানেকটিং ক্লাসরুমস প্রজেক্ট’র আওতায় এ শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১২ ও ২০১৬ সালে ইন্টারন্যাশনাল স্কুল এ্যাওয়ার্ড লাভ করেছে।
প্রতিদিন স্কুলের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। নিয়মিত নামাজ পড়ছে শিক্ষার্থীরা। অন্য ধর্মের শিক্ষার্থীদের জন্য প্রার্থনার ব্যবস্থা রয়েছে। দুপুরে শিক্ষার্থীদের নিজস্ব ব্যবস্থায় টিফিন বাধ্যতামুলক করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে বিভাগীয় পর্যায়ে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল শ্রেষ্ঠ স্কুল ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়।