বাহুবল প্রতিনিধি : বাহুবলে ১৪ দাঙ্গাবাজকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট। ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৯ জানুয়ারি) অপরাহ্নে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন-এর নেতৃত্বাধিন মোবাইল কোর্ট এ দন্ডাদেশ প্রদান করে। এর আগে দন্ডপ্রাপ্তদের উপজেলার স্নানঘাট গ্রাম থেকে দাঙ্গায় লিপ্ত হওয়ার প্রস্তুতি গ্রহণকালে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের স্নানঘাট গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র হিরা মিয়া (৫৫) একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের পুত্র আব্দুল ছালামের কাছে মাছ ব্যবসার পাওনা ২৬ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ২৭ জানুয়ারি উভয়ের মাঝে বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে উভয় পক্ষ বৈঠক করে দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত হওয়ার সিদ্ধান্ত নেয়। ২৮ জানুয়ারি সকাল ৭ টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সংঘর্ষ এড়াতে সক্ষম হলেও ওইদিন রাতে আবারো উভয় পক্ষ সংঘর্ষের প্রস্তুতি শুরু করে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে উভয় পক্ষে সর্বমোট ১৯ জনকে আটক করে।
এ সময় পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে। সোমবার তাদের উল্লেখিত মোবাইল কোর্টে হাজির করা হলে বিচারক আরজত উল্লার পুত্র সমশের আলী (৩০), রঙ্গিলা মিয়ার পুত্র ছালেক মিয়া (৩৫), মৃত লেবু মিয়ার পুত্র সুলতান মিয়া (৫০), আব্দুল গফুরের পুত্র শাহিন মিয়া (৩২) ও ইদ্রিছ মিয়ার পুত্র ইসলাম উদ্দিন (২৫)কে এক মাস করে সশ্রম কারাদন্ড এবং স্নানঘাট গ্রামের হাজী আমজদ উল্লার পুত্র আব্দুল মুহিত (২৮), মৃত আলতাফ আলীর পুত্র আজগর আলী (৩৭) ও তাহির আলী (৪২), আরজত উল্লার পুত্র অলি মিয়া (২৭), শফর আলীর পুত্র শহিদ উদ্দিন (২৪), মৃত আব্দুল গফুরের পুত্র তাজুদ আলী (৫০), মৃত আবু মিয়ার পুত্র হাছন আলী (৫৫) ও বাগদাইর গ্রামের মৃত আইয়ূম আলীর পুত্র আনোয়ার মিয়া (৩২)কে ৫ হাজার টাকা ও মৌলদ হোসেনের পুত্র আব্দুল খালেক (৩৫) কে ২০ হাজার টাকা করে জরিমানা করেন।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, দন্ডপ্রাপ্তদের কারগারে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।