এস এম আমীর হামজা নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পানিতে ডুবে শাহিদা আক্তার (২) নামের শিশু কন্যার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ওই উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে।
সূত্রে প্রকাশ গতকাল রোববার বিকেলে ঐ গ্রামের ছালিক মিয়ার শিশু কন্যা শহিদা আক্তার (২) সে সহপাঠিদের সাথে খেলা করছিল। পরিবারের চক্ষুর অগোচরে বাড়ির পাশর্^বর্তী পুকুরে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুজির পর তাকে পুকুরে ভাসমান অস্থায় পান স্বজনেরা। উদ্বার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।