এস এম আমীর হামজা : নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের ঘোলডুবা এমসি উচ্চ বিদ্যালয় ও ভোকেশানাল এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাজ্জাদুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাপার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা ও ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ। প্রধান শিক্ষক কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন চৌধুরী, শেভরন কর্মকর্তা আব্দুল লতিফ, শাহ আশরাফ আলী ও জসিম উদ্দিন প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিবাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।