শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সহসভাপতি সিরাজ সৈকতের পিতা হাসমত উল্লাহ (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি………রাউজিউন)।
মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজণিত রোগে ভোগছিলেন।
শায়েস্তাগঞ্জ দেশ নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক হারুণ সাইঁ নিহতের বিষয়টি সেলফোনে জানিয়েছেন। তিনি জানান, হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈদয়পুর গ্রামে মরহুমের লাশ দাফন করা হবে।
তার মৃত্যুতে দেশ নাট্যগোষ্ঠী পরিবার গভীর ভাবে শোকাহত। সংগঠনের পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়।