মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকে ঃ নবীগঞ্জ রোটারী ক্লাব অব এর উদ্দ্যেগে শনিবার বিকেলে আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার গরীব,অসহায় ও দুস্থ লোকদের মধ্যে কম্বল বিতরনের আয়োজন করা হয়।
কম্বল বিতরনের কমিটির আহবায়ক রোটারিয়ান আব্দুল রকিব শিপনের সভাপতিত্বে ও রোটারিয়ান সামসুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কম্বল বিতরন করেন সাবেক সিভিল সার্জন প্রখ্যাত চিকিৎসক নোটারিয়ান ডাক্তার সফিকুর রহমান।
এসময় উপস্থিত রোটারিয়ান ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব,ডাঃ সাইফুর রহমান সাগর,ডাঃ চম্পক কিশোর সুমন, রোটারিয়ান শাহ নেওয়াজ আলম, শিক্ষক আলী আমজদ মিলন, শিরীন ফাতেমা,রাহেলা খানম,প্রতীমা রানী বনিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোঃ আলমগীর মিয়া,প্রমুখ। এসময় নোটারী ক্লাবের পক্ষ থেকে ১৩০টি কম্বল উপজেলার গরীব ও অসহায় দুস্থ লোকদের মধ্যে বিতরন করা হয়।