স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে এদেশের মুক্তি সংগ্রামে যে দল অগ্রভাগে থেকে এদেশের মানুষের জন্য কাজ করেছে সেই দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের গ্রামের কিংবা ওয়ার্ডের একজন কর্মীকে অন্যান্য দলের কেন্দ্রীয় নেতাদের সাথে তুলনা করা যায়। কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ তথা চালিকা শক্তি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে এদেশের মানুষের উন্নয়ন হয়। আওয়ামী লীগ কর্মীদের মানুষের নিকট ইজ্জত সম্মান বাড়ে। আর বিএনপি জামায়াত ক্ষমতায় এলে দেশের সম্পদ লুটপাট হয়। তই বিএনপি তাদের কর্মীদের ইজ্জত সম্মান কমে।
শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় কর্মীদের মূল্যায়ন করে থাকে যা ইতোমধ্যে দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের মাধ্যমে ফুটে উঠেছে। কারণ আওয়ামী লীগের কর্মীরা এলাকার ভোটারদের নির্বাচনের আগে যে কথা দিয়েছে, বঙ্গবন্ধু কন্যা তাদের সেই কথা রেখে দেশে ব্যাপক উন্নয়ন করেছেন।
হবিগঞ্জে শেখ হাসিনা মেডিকেল কলেজ, বৃন্দাবন সরকারি কলেজে অনার্স-মাস্টার্স চালু, বিকেজিসি-গভট স্কুলে ডাবল শিফট চালু, হবিগঞ্জ আধুনিক স্টেডিয়াম, বলভদ্র সেতু নির্মাণসহ তার মাধ্যমে হবিগঞ্জে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে এমপি আবু জাহির বলেন, দেশে ঘটে যাওয়া অভুতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতেও শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। এ সময় তিনি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জবেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ কুতুব উদ্দিনের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট আব্দুল আহাদ ফারুক, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, সদর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিদ ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা নুরুল হক তালুকদার, আব্দুল মতিন আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ সদস্য সোহেল মিয়া, আবদউর রুফ, চনু মিয়া, শাকিল মিয়া, মধু মিয়া, তুরাব আলী, মহিলা মেম্বার মিনারা খাতুন এবং রুবি বেগমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার লোকজন।