শায়েস্তাগঞ্জ (শায়েস্তাগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে বিনা টিকেটে কালনি এক্সপ্রেস ট্রেনে ভ্রমণ করায় দুই যাত্রীকে আটক করে আদালতে প্রেরন করেছে।
বুধবার (২৪ জানুয়ারী) সকালে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহ মোঃ সাজিদুল হকের নেতৃতে একদল পুলিশ সিলেট থেকে ছেড়ে আসা কালনি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাদের কাছে ট্রেনের টিকেট না থাকায় তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের মুহাম্মদ আলির ছেলে জয়নাল হোসেন (২০), কোতয়ালী উপজেলার আখোউয়া গ্রামের মোঃ হাইনুউদ্দিন মিয়ার ছেলে মোঃ মোস্তফা (১৯)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহ মোঃ সাজিদুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে।