চুনারুঘাট প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমুরোড হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ২২’শে জানুয়ারী রোজ সোমবার স্কুল এন্ড কলেজ চত্তরে এক মনোরম ও উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
শত-শত বর্তমান-প্রাক্তন শির্ক্ষার্থী, অবিভাবক, শিক্ষক মন্ডলী ও অতিথিদের কল কাকলীতে মুখরিত ছিল আমুরোড হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাস।
২১ জানুয়ারী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শেষ হলে অজ ২২’শে জানুয়ারী দুপুরে হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মাষ্ঠারের পরিচালনায় ও হাইস্কুল এন্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বি.এম.এ এর সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের তত্ব ও গবেষনা সম্পাদক হাছন আলী, সৈয়দ জামাল উদ্দিন আহমেদ, রিপোটার্স ইউনিটি সভাপতি সাংবাদিক নুরুল আমীন, গভার্নিং বডির সদস্য-সদস্যাবৃন্দ আবুল কালাম শামছুদ্দিন, শামসুল আলম ফুল মিয়া, মোঃ আঃ রউফ, মোছাঃ নাদিরা বেগম, ক্রীড়া শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষীকা মন্ডলী, ছাত্র-ছাত্রী, অবিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্ব স্থরের জনগন। উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগি ছিল, এর মধ্যে আকর্ষনীয় ছিল “যেমন খুশি তেমন সাজ”। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ধর্মীয় শিক্ষক মাও: মহিউদ্দিন। গীতাপাঠ করেন রামেশ্বর ভৌমিক।