ডেস্ক: সৌদি আরবে গাড়ি উল্টে তিন বাংলাদেশিসহ নয় প্রবাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। হতাহতরা সবাই শ্রমিক বলে জানা গেছে।
আল বাহা প্রদেশে স্থানীয় সশয় শনিবার সন্ধ্যায় পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি গেজেট।
নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশের, চারজন মিশরের এবং একজন ভারতের নাগরিক।
নিহত বাংলাদেশিরা হলেন- মালাম মিয়া, আলম শাহ মিয়া ও সাইফুল ইসলাম আবু বাশির।
মিশরের চারজন হলেন- মো. সায়েদ আল আতিফ, হানি আলী আহমেদ, মাজিদ আল সায়েদ ও আলি বিন আলাবদিন। অন্যজন ভারতীয় নাগরিক শাহ আলম।