চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট পৌরশহরের মমিনপুর গ্রামে প্রতিপক্ষের আঘাতে কাঠমিস্ত্রী আক্কাস মিয়া(২৩) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে। আহত আক্কাছকে প্রথমে চুনারুঘাট সদর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সে উপজেলার দক্ষিন নরপতি গ্রামের মোঃ মালুম মিস্ত্ররী ছেলে। গতকাল সোমবার বিকালে পৌর শহরের পীরের বাজার এলাকায় পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা দক্ষিন নরপতি গ্রামের আঃ রশিদের ছেলের সাথে মমিনপুর গ্রামের বজলু রশিদের ছেলের বিজয়ের সাথে মাসখানেক পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়েছিল। এ ঘটনার জের ধরে গতকাল সোমবার বিকালে পীরেরবাজার আক্কাছ তার ফার্নিচার কারখানায় কাজ করছিল। এসময় ক্ষতিপয় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিতভাবে আক্কাছকে কুপিয়ে গুরুতর জখম করে।