নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজাবাদ জামে মসজিদ মাঠ ও শিক্ষক আব্দুল মজিদের বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন নবীগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-১ এটিএম সালাম।
কাজ পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। বুধবার সকালে এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, কার্যসহকারী আবু মুছা, একে আজাদ লেবু, শিক্ষক আব্দুল মজিদ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম অপু, ঠিকাদার গৌরাঙ্গ রাউত। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক এডিপি’র অর্থায়নে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে ৫নং ওয়ার্ডে ৩টি রাস্তা ও মসজিদের সামনের মাঠ সিসি, সলিং ও প্যালাসাইটিং দ্বারা উন্নয়ন কাজ শুরু হয়েছে।