বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ২ দিন ধরে রায়হান মিয়া (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ ঘটনাটি ঘটে। সে উপজেলার পূর্ব রসুলপুর গ্রামের মোঃ অনু মিয়ার পুত্র। নিখোঁজের সন্ধ্যান চেয়ে গত রবিবার বাহুবল মডেল থানায় একটি জিডি এন্ট্রি করেছেন নিখোঁজের পিতা মোঃ অনু মিয়া।
নিখোঁজের পরিবার জানায়, রায়হান মিয়া গত ২ বৎসর যাবৎ উপজেলার চলিতাতলা মাদ্রাসায় বডিং-এ থেকে পড়ালেখা এবং পাশ্ববর্তী নোয়াগাঁও গ্রামের আব্দুল হকের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করে। সে প্রতিদিনের ন্যায় গত রবিবার সকালে নাস্তা খাওয়ার উদ্দেশ্যে লজিংরত বাড়িতে যায়। পরে ঐ বাড়িতে নাস্তা খেয়ে সেখান থেকে রওয়ানা হয়ে আর মাদ্রাসায় ফিরেনি। এমনই পরিস্থিতিতে কর্তৃপক্ষের খবরে আমরা মাদ্রাসায় গেলে তার নিখোঁজের খবর নিশ্চিত হয়ে আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করি। পরে সম্ভাব্য সকল স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরীর জন্য আবেদন করি।
নিখোঁজ রায়হানের পিতা অনু মিয়া জানান, তার ছেলের গায়ের রং উজ্জল শ্যামলা, মুখমন্ডল লম্বাকার, উচ্চতা অনুমান ৪ ফুট। সে হবিগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকে। হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল সাদা রঙের পাঞ্জাবী-পায়জামা ও মাথায় সাদা টুপি। কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৪৮০৯৪৬৬৬ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে তিনি।