আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় রিংকু আক্তার (২৪) নমে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পু্লিশ।
রবিবার (১৪ জানুয়ারি) দুপুর ২টায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, আজমিরীগঞ্জে জলসুখার শঙ্খ মহল গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মোতালিবের মেয়ে রিংকু পরিবারের সদস্যদের অগোচরে ঘরের তীরের সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
রিংকুর মা দাওয়াত খেয়ে ঘরে প্রবেশ করে তার মেয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে শোর-চিৎকার শুরু করে।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পু্লিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।