নিজস্ব প্রতিনিধি, : টিকেট ছাড়া ভ্রমণ করায় শায়েস্তাগঞ্জে জয়ন্তিকা ট্রেনের ছাদ থেকে ৮ যাত্রীকে আটক করেছে রেল পুলিশ।
সোমবার রাতে জয়ন্তিকা ট্রেনটি শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে যাত্রাবিরতি করলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ ট্রেনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো কুমিল্লার ব্রাহ্মণপাড়া বুরবুরিয়ার মিজান মিয়ার ছেলে রুবেল মিয়া (১৮), বরিশাল সদরের কাউয়ারচরের মৃত সাদেক মিয়ার ছেলে ইমন মিয়া (১৯), সিলেট বন্দরের আলাউদ্দিনের ছেলে আলম মিয়া (১৮), ঝালকাটি সদরের নান্দিকাটির জামাল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২০), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুপপুরের নাছির মিয়ার ছেলে জাহিদুর রহমান (১৭), কিশোরগঞ্জের বিদ্যাপাড়ার ফজলু মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২০), বরিশালের মুনসুর আলীর ছেলে সাদ্দাম হোসেন (১৭) ও সিলেট ফেঞ্চুগঞ্জের বাদিদেউলীর রুস্তম আলীর ছেলে সেলিম মিয়া (১৮)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হবে।