বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

নবীগঞ্জে ঝাকজমকপূর্ণ ভাবে সিএনজি সংগঠনের নির্বাচন সম্পন্ন

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচন গতকাল শনিবার ঝাকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৭ পদের বিপরীতে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন।

এরমধ্যে সভাপতি পদে ফয়েজ আহমদ (ছাতা) ১৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি কাজল মিয়া (সিএনজি) পেয়েছেন ১৪৩ ও ছানু মিয়া চেয়ার) পেয়েছে ১১৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আল আমীন (রিক্সা) ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি তাজ উদ্দিন (হারিকেন) ১১৬, জমসেদ মিয়া (মোমবাতি) ৮২ ও সুমন মিয়া (কাপপ্লেইট) ৭৩ ভোট। আব্দুর রাজ্জাক (আনারস) ২৪০ ভোট পেয়ে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি জুনাব আলী দেয়ালঘড়ি) ৮৬ ও আওলাদ হোসেন সুমন (তালা) পেয়েছেন ৮৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে আফজল হোসেন (গরুরগাড়ী) ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধি শিপন মিয়া (মই) ১৬৩ ও সবুর মিয়া(কলস) ৬৬ ভোট পেয়েছেন। আলী আহমদ বেলাল (মোরগ) ২১৯ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম একমাত্র প্রতিদ্বন্ধি আশিকুল ইসলাম (মটর সাইকেল) পেয়েছেন ১৯০ ভোট। কোষাধ্যক্ষ পদে সামছুজ্জামান (মাছ) ১৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আল আমীন হিরন (ফুটবল) ১৮২ এবং শিপন মিয়া (টর্চলাইট) ৪১ ভোট। সদস্য পদে নির্বাচিতরা হলেন শাহেদ আলী (ঘোড়া) প্রাপ্ত ভোট ২৯৩, নজরুল ইসলাম (হাতপাখা) ২৫৫ ভোট, সুবিন মিয়া (হরিণ) ২৪৩ ভোট, রিপন মিয়া (উটপাখি) ১৭৯ ভোট এবং মোজাম্মেল হক সাজু (টিউবওয়েল) ১৭১ ভোট। নির্বাচনে ৫২৮ জন ভোটারের মধ্যে ৪৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বাতিল ভোট ৩৮টি। সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নবীগঞ্জ আর্দশ প্রাইমারী স্কুলে ভোট গ্রহন অনুষ্টিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, সহকারী কমিশনার ছিলেন কাউন্সিলর সুন্দর আলী, কাউন্সিলর জাকির হোসেন, প্রিজাইটিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন বড় শাকুয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, সহকারী প্রিজাইটিং অফিসার ছিলেন ভুবিরবাক প্রাইমারী স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুল মজিদ, পোলিং অফিসার ছিলেন এড. ফজলুল হক, মিন্টু চৌধুরী, বিলু মিয়া, আব্দুল মতিন, হাদিছ মিয়া। নির্বাচনে আইনশৃংখলা বাহিনীর সদস্যবৃন্দ, নবীগঞ্জ আদর্শ প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সর্বত্মক সহযোগিতা করেছেন। নির্বাচন চলাকালে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলম মোস্তাফা রফিক, সাবেক সভাপতি ও এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, সাবেক সভাপতি হারুনুর রশীদ, সাবেক সাধারন সম্পাক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সম্পাদক এড, নির্মল ভট্রার্চ্যা রিংকু, দৈনিক বিজয়ের ধ্বনির নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিন, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা সিএনজি সংগঠনের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ বাবুল দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর আব্দুস ছালাম, লন্ডন প্রবাসী ও বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর রানা, কাউন্সিলর রুকেয়া বেগম, মিনি বাস মালিক সমিতির সভাপতি হাফেজ নিয়ামুল হক, পৌর মৎস্যজীবি লীগের সভাপতি রফিক মেম্বার, পৌর স্বেচ্ছাসবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা মৎস্যজিবীলীগের সাধারন সম্পাদ সুনুক মিয়া’সহ বিভিন্ন স্ট্যান্ডের সিএনজি নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার মানুষ ভোট গ্রহন অনুষ্টান পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!