মোঃ আব্দুল হক রেনু ,শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে খানা-খন্দের কারণে মহাসড়কের খানা-খন্দ সংস্কারের কাজ। কিন্তু ঘুরে-ফিরে একই অবস্থা রয়েগেছে। ঢাকা-সিলেট মহাসড়ক শায়েস্তাগঞ্জ এলাকায় বড় বড় খানা খান্দে ভরা।
মহাসড়কের নতুন ব্রীজ এলাকায় রাস্তায় বড় বড় গর্তের কারণে যেকোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘৃটনা।ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
মহাসড়কের রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে । দূর্ঘটনার আশংকা থাকার পরও যানবাহন করে হাজার হাজার যাত্রী’কে চলাচল করতে হচ্ছে মহাসড়ক দিয়ে। মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ হতে কদমতলি, সুতাং, শাহজী বাজার, হতে মিরপুর পর্যন্ত খানা-খন্দে ভরপুর স্থানের মধ্যে, মিরপুর হতে মাধবপুর পর্যন্ত। ঢাকা সিলেট মহাসড়কে অতিরিক্ত গর্ত থেকে বাঁচতে মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত সিএনজি অটো রিক্সা সংঘর্ষ ঘটছে অহরহ । খানা-খান্দের কারণেই দিন দিন সড়ক দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় লোকজন ।
এদিকে পাশাপাশি রাস্তা খারাপ থাকায় গাড়িতে নির্দিষ্ট সময়ের চেয়ে অধিক সময় লাগছে বলে অভিযোগ করেন যাত্রীরা । ঢাকা-সিলেট মহা সড়ক গত (৩)জানুয়ারী থেকে এলজিআইডি কর্তৃক স্থানীয় ঠিকাদার দিয়ে শুরু হয় সংস্কার কাজ । কিন্তু সংস্কার করা হলেও তা সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে । পরে ঘুরে ফিরে ঢাকা সিলেট মহাসড়কের অবস্থা রয়ে গেছে আগের মতোই ।
এতে করে স্থানীয় লোকজন এবং যাত্রী সাধারণদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে । ওয়ার্কার এসিস্টেন আব্দুল বারিকের সঙ্গে আলাপ করলে তিনি জানান, একজন মন্ত্রী যাবেন তাই আমি গর্ত গুলো বরাট করছি।উপ-সহকারী প্রকৌশলী শায়েস্তাগঞ্জের মাছুম আহমদ সিদ্দিক এর সঙ্গে আলাপ কালে তিনি জানান, রাস্তা পরিস্কার করে কাজ করার কথা থাকলেও তারা এ নিয়ম মানছেন না।