নিজস্ব প্রতিনিধি: বাহুবলের মুগকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ তারা মিয়ার মরদেহকে রাষ্ট্রীয় মার্যাদা দানের পর সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সোমবার সকাল ৯টায় গোলাপগঞ্জ, সকাল ১১টায় বাহুবল ও বাদ আছর সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে পৃথক জানাযা অনুষ্ঠিত হয়। বাহুবলে জানাযা নামাজের পূর্বে বীর মুক্তিযোদ্ধা মোঃ তারা মিয়ার মরদেহকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-সিলেটের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-এর হবিগঞ্জ জেলা ইউনিট কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোঃ নূর মিয়া, সাতকাপন ইউপি চেয়ারম্যান শাহ আবদাল মিয়া ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শ্রমিক নেতা আসকার আলী। সভায় বক্তারা মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ তারা মিয়ার কর্মস্থল কৈলাশটিলা গ্যাস ফিল্ডে তারই স্ত্রী, পুত্র, কন্যাদের মধ্যে থেকে অন্ততঃ একজনকে চাকরি দেয়ার দাবি জানান।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ তারা মিয়া মৃত্যুর পূর্ব পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাস ফিল্ডে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিরত ছিলেন।