বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘টি.এল.সি.সি’র সভা অনুষ্ঠিত

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: সোমবার, ১ জানুয়ারী, ২০১৮

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন- ‘নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ উক্ত সভায় নারী সদস্যদের উপস্থিতি আশানুরূপ হওয়ায় নারীনেতৃবৃন্দকে সভার পক্ষ থেকে তিনি অভিনন্দন জানান।

তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পৌরকর আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সম্মানীত পৌর করদাতাগণ পৌরকর প্রদানের মাধ্যমে পৌরসভাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে সার্বিক সহযোগিতা করবেন বলে আমি মনে করি।’ তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শুরুতে পৌরসভায় ‘ওয়াটার সাপ্লাই’র কাজ শুরু হয়ে গেছে বলে শুভ সংবাদটি তিনি দেন। ২০১৯ সালের মধ্যে পৌরবাসীর দীর্ঘ দিনের দাবি ‘বিশুদ্ধ পানি’ পাবেন বলে আশ্বস্ত করেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন- ‘ শহিদ মিনারের কাজ দ্রুত গতিতে চলছে।

মহান ২১শে ফেব্রুয়ারির দিনে পৌরবাসী পৌরসভা কর্তৃক নব নির্মিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। স্মৃতিস্তম্ভ থেকে শাখা বরাকের তীর ঘেষে শহিদ সাবাজ আলী সড়ক পর্যন্ত সদ্য বর্ধিত এ স্পটকে তিনি ‘তমাল উদ্যান’ নামকরণের প্রস্তাব করলে উপস্থিত সবাই একমত পোষণ করেন। তিনি বলেন- ‘ কিছু দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পৌর আইডিয়ালস্কুল ভবনের কাজ একটু প্রলম্বিত হয়ে গেছে ।’ তিনি ইং নিউ ইয়ারের প্রথম দিনে পৌর আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়ার উৎসবে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করেন। নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত রাখতে তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ সচেতন পৌর নাগরিকবৃন্দের সহযোগিতা কামনা করেন।

পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য জনগণকে সম্পৃক্ত করে আগামী মাসে পৌরসভার ৯ টি ওয়ার্ডেই উঠোন বৈঠকের আয়োজন করা হবে বলে তিনি জানান। তিনি আজ ৩১ ডিসেম্বর ২০১৭ সকাল ১১ ঘটিকায় নবীগঞ্জ পৌরসভার কনফারেন্স রুমে শহর উন্নয়ন কমিটির সভায় সভাপতিত্ব করেন। পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- নবীগঞ্জ পৌর-শহর সমন্বয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আঃ সালাম, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার ব্যবস্থাপক(গঊ) শাহাব উদ্দিন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর মীনা আক্তার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা. রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, সাবেক সংরক্ষিত কাউন্সিলর দেবলা দাশ, ফুর্শিদা ইয়াসমিন, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল আহমেদ, সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী, হাছনা বেগম, মাজেদা চৌধুরী, মিসেস মিলা আক্তার, ফুলন সূত্রধর, আলহাজ্ব মো. আবু বকর, জুয়েল চৌধুরী, আল আমীন সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!