স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি বলেছেন, খেলাধুলা যুব সমাজকে অপরাধ থেকে মুক্ত রাখে। সেই লক্ষ্যে বর্তমান সরকার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছে। এছাড়াও আওয়ামী লীগ সরকার প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম স্থাপন করে যাচ্ছে। বানিয়াচংয়ের এড়ালিয়া মাঠে এই স্টেডিয়াম নির্মানের কাজ চলমান। উন্নয়ন কাজে মুগ্ধ হয়ে দেশবাসী নৌকা মার্কায় ভোট দেয়। ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত গতকাল রবিবার সন্ধ্যায় বানিয়াচংয়ের বড় বাজার শহীদ মিনারে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি মজিদ খান আরো বলেন, বিএনপি-জামায়াত দেশবাসীকে সবসময় অশান্তিতে রাখতে চায়। আর শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে মানুষের সর্বক্ষেত্রে শান্তি নিশ্চিত থাকে। এমপি মজিদ খান সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান এবং সকলের মঙ্গল কামনা করেন।
প্রাক্তণ খেলোয়ার জালাল উদ্দিন খান বাবুলের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান এবং খেলোয়ার মতি মিয়ার যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জয়নাল আবেদীন ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক আব্দুর রউফ, লুৎফুর রহমান, এনামূল মুহিত খান, প্রিয়তোষ রঞ্জন দেব, তোতা মিয়া চৌধুরী, নজরুল ইসলাম, শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি রিপন চৌধুরী, মামুন খান, সিনিয়র সাধারণ সম্পাদক এজেডএম উজ্জ্বল প্রমুখ।