চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বাঘারুক গ্রামে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল রবিবার বিকেলে বাঘারুক গ্রামে আব্দুর রহিমের ছেলে সজল মিয়া (২৫) ও একই গ্রামের মারফত আলীর ছেলে মিজানুর রহমানের মধ্যে টাকা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয় সজল মিয়া। তাকে প্রথমে চুনারুঘাট ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সন্ধ্যা ৭টায় সেখানে সে মারা যায়।