স্টাফ রিপোর্টার॥ মায়ানমারের আরাকান রাজ্য থেকে বিতাড়িত হয়ে কক্সবাজারে আশয় নেয়া রোহিঙ্গাদের পাশে দাড়াল লন্ডনে বসবাসরত বাংলাদেশের প্রবাসীরা। তাদের সাথে যৌথভাবে সহায়তা কার্যক্রমে অংশ নেয় রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রাল।
সম্প্রতি লন্ডনে প্রদর্শনী ব্যাডমিন্টন খেলার মাধ্যমে প্রবাসীরা তহবিল সংগ্রহ করেন। তাদের আয়োজনের অন্যতম উদ্যোক্তা ছিলেন আনোয়ার আলী, সানু মিয়া এবং হবিগঞ্জের মডার্ণ ক্লাবের সাবেক অধিনায়ক নাজমুল হক তুষার। প্রদর্শনী খেলায় আরও অংশ নেন জুনেদ, পাভেল, জাহিদ, ফরহাদ, পুলক, রাজন, মকসুদ, ফরিদ ও কামরুল।
প্রদর্শনী ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে সংগ্রহীত তহবিল রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালে প্রেরণ করা হলে ক্লাবের তহবিলের পাশাপাশি রোটারিয়ানরা ব্যাক্তিগতভাবে সহায়তা করেন।
গত ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং, বালুখালি ও থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে এই সহায়তার টাকা আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের পরিচালক ক্লাব সার্ভিস অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান সেই টাকা বিতরণ করেন। তাকে সহায়তা করেন উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভ’মি একরামুল ছিদ্দিক।
সহায়তার টাকা বিতরনের অভিজ্ঞতা থেকে রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের পরিচালক ক্লাব সার্ভিস অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান বলেন, রোহিঙ্গারা সেখানে মানবেতর জীবন যাপন করছে। যাদেরকে সহায়তা প্রদান করা হয়েছে তাদের অধিকাংশই গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণকারী অথবা সেনাবাহিনীর গুলিতে নিহত ব্যাক্তির বিধবা স্ত্রী। শিশু ও বয়স্ক লোকদেরকে সেখানে আপ্যায়ন করা হয়েছে। বিতরণের দিন নতুন আসা রোহিঙ্গাদেরকেও সহায়তা প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন দেশের ও বহু আন্তর্জাতিক সংস্থা সেখানে ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। কেউ সহায়তা নিয়ে আসলে তাদের চোখে-মুখে দুঃখের মাঝেও আনন্দের ঝিলিক দেখা দেয়।