স্টাফ রিপোর্টার ॥ স্কুল দিবস-২০১৭ উপলক্ষে হবিগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের সামনে থেকে একটি র্যালি বেড়িয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিয়াম ল্যাবরেটরী স্কুলের সভাপতি মনীষ চাকমা।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পত্নী পিয়া চাকমা, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মোঃ সফিউল আলম, তার সহধর্মিনী সৈয়দা আশরাফ বানু চপলা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), হবিগঞ্জের সহধর্মিণী।
উল্লেখ্য যে, এ বছর বিদ্যালয়টি সফলভাবে ১২ বছর পূর্ণ করেছে। বিদ্যালয়টি হবিগঞ্জ জেলার একমাত্র ইংরেজি ভার্সন স্কুল হিসেবে এবছর নিন্মমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি পেয়েছে।
অধ্যক্ষ জানান, বিদ্যালয়টির পাবলিক পরীক্ষার ফলাফল চমৎকার। ইংরেজি ভার্সনে পরীক্ষা দিয়েও শিক্ষার্থীরা জিপিএ ৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পায়। পড়ালেখার পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলীতে ও বিদ্যালয়টি এগিয়ে আছে। শিক্ষার্থীর সুকুমার বৃত্তির বিকাশের জন্য বিদ্যালয়টিতে ইতোমধ্যে আবৃত্তি ও বিতর্ক ক্লাব গঠন করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জনাব মনীষ চাকমা, জেলা প্রশাসক, হবিগঞ্জ মহোদয় বিদ্যালয়টির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।