নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ ॥ হবিগঞ্জে প্রাক বাজেট আলোচনা সভা ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) আয়োজিত হবিগঞ্জ-বানিয়াচং সড়কের বদরজাহান কমপ্লেক্সস্থ এসডিএম ফাউন্ডেশন সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুপ্র হবিগঞ্জের সভাপতি এডভোকেট চৌধুরী আবু বকর ছিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সফিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
স্বাগত বক্তব্য রাখেন এসডিএম ফাউন্ডেশন এর চেয়ারপার্সন সুব্রত দাস বৈষ্ণব। সমতাভিত্তিক ন্যায্য ও দরিদ্র বান্ধব উন্নয়নই হোক আসন্ন বাজেট ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার মুল প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভায় বক্তৃতা করেন হবিগঞ্জ জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান জাহানারা আফছর, আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাস, অবসরপ্রাপ্ত ব্যাংকার বদর উদ্দিন আহমেদ, হুমায়ুন কবির মিয়া, সাবেক চেয়ারম্যান আলী আকবর চৌধুরী, প্রধান শিক্ষক সাজেদা বেগম, এডভোকেট গৌরাঙ্গ চন্দ্র শীল, ব্যবসায়ী জালাল উদ্দিন আহমেদ প্রমুখ।