স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় লাখাই উপজেলার কালাউক উচ্চ বিদ্যালয় মাঠে এমপি আবু জাহির দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হবে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এডভোকেট মুশফিউল আলম আজাদ।
উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করছে। ফাইনাল এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।