মোঃ সুমন আলী খাঁন, হবিগঞ্জঃ হবিগঞ্জের বাহুবলে বিদ্যুতের খুঁটির চাপায় মোঃ রাব্বি মিয়া (০৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার বিকাল আড়াইটার সময় উপজেলার লামাতাশি ইউনিয়নের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত ছাত্র রাব্বি ঐ গ্রামের মোঃ ফরিদ মিয়ার ছেলে ।সে স্থানীয় হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকাল আড়াইটার সময় হাজীপুর গ্রামের মোঃ ফরিদ মিয়ার বাড়িতে পুরাতন বিদ্যুতের খুঁটি পরিবর্তন করার সময় খুঁটিটি মাটিতে পড়ে যায়।
এসময় খুঁটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় রাব্বি।পরে স্বজনরা রাব্বিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক সাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুক আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,লাশটি উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে পল্লী বিদ্যুতের পাঁচজন শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।