বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুর ১২টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সভাকক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন শাহের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ ডা. বাবুল কুমার দাশ, বাহুবল মডেল প্রেস ক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, সহ-সভাপতি পংকজ কান্তি গোপ টিটু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিষ কর্মকর্তার, বাংলাদেশ বেতার সিলেট-এর উপ-পরিচালক মোঃ আব্দুল হক, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইছহাক মিয়া, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, সাংবাদিক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নূরুল আমীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারি আব্দুল মন্নান চৌধুরী।
শেষে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ৫ জন জয়িতা নারী কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী নাছিমা আক্তার চৌধুরী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী অঞ্জনা রাণী শীল, সফল জননী নারী সাথী রাণী দাস, নির্যাতনের বিভীষিকায় মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী শান্তা চক্রবর্তী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে সাফল্য অর্জনকারী নারী শ্রী গৌরী রাণী রুদ্র পাল।