নিজস্ব প্রতিনিধি : বাহুবলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটিকে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে পালন করা হয়েছে।
আজ (০৯ ডিসেম্বর) শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা সভাকক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন, গণস্বাক্ষর, মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে দিনটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জসীম উদ্দিনেন সভাপতিত্ব ও পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক ও পুটিজুরী এস.সি.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী। বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, বাংলাদেশ বেতার সিলেট-এর উপ-পরিচালক মোঃ আব্দুল হক ও শিক্ষার্থী জাহাঙ্গীর আলম।