নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: ঐতিহাসিক ৭ ই মার্চ সোহরাওয়ার্দী জাতীয় উদ্যানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষন দিয়েছিলেন, সেই ভাষনেই দেশের স্বাধীনতা ঘোষনা করা হয়।
সেই ভাষনে বঙ্গবন্ধু মুক্তি পাগল বাঙ্গালী জাতীকে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানান। এরই ধারাবাহিকতায় ২৫ মার্চ বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা ঘোষনা করেন এবং দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন হয়। তাই দেশের স্বাধীনতা এবং ৭ই মার্চ অঙ্গা-অঙ্গীভাবে জড়িত।
শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তার এই কথা বলেন।
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমেদ, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল মনসুর, উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য অ্যাডভোকেট সুমঙ্গল দাস সুমন, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, সাধারন সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজা, শ্রমিক লীগের সাধারন সম্পাদক ফরিদ আহমেদ রাজু, শাহজাহন চৌধুরী সেজু, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি অমল কুমার দাশ পলাশ,জাতীয় পরিষদ সদস্য আব্দুল আওয়াল দুদু, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক রাজ চৌধুরী, সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম, জয়নাল আবেদীন রাসেল, জুবায়ের আহমেদ, সাইফুল ইসলাম রুবেল, মুর্শেদ আলী প্রমুখ।