শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ সংলগ্ন প্রাচীনতম ঐতিহ্যবাহী উবাহাটা কুদ্রতীয়া দাখিল মাদ্রাসায় নতুন বছরের ছাত্র-ছাত্রী ভর্তি, লেখা পড়ার মান উন্নয়ন ও মাদ্রাসার সার্বিক উন্নয়ন প্রদক্ষেপ গ্রহনের লক্ষে এ অভিভাবক শিক্ষানুরাগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় মাদ্রাসার শ্রেণি কক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি অবঃ প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ খলিলুর রহমান।শিক্ষক শাহ মনির আহমদ এর পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাও. আব্দুর রউফ।বক্তব্য রাখেন, স্থানীয় ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ সৈয়দ আলী, অবঃ প্রধান শিক্ষক মোঃ আব্দুস শুকুর, পুরান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারন সম্পাদক হাজী এমএ কাইয়ুম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব কাজী আব্দুল বাছিত, মাদ্রাসার সহ সুপার মাও. আব্দুল বশির, শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুল জব্বার, শিক্ষক জিয়াউল হক, ফয়জুল হক, মহিউদ্দিন জুনাইদ, শিক্ষিকা মাফিয়া বেগম কুদ্রতী প্রমূখ। উক্ত সমাবেশে অর্ধশতাধিক অভিভাবক ও মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।