নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা প্রত্যাহারের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচী অনুযায়ী গতকাল শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবক দলের উদ্যেগে নবীগঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় নুতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শাহ রুহেল আহমদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুবদল সভাপতি এটিএম সালাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আমীন আহমদ, মনর উদ্দিন, সাহেদুল ইসলাম চৌধুরী রিপন, কামরুজ্জামান চৌধুরী, ছায়েদ আহমদ, কুহিন চৌধুরী, এসএম সেলিম, সৈয়দ মোজাহিদ, আনসার মিয়া, মিজানুর রহমান চৌধুরী জুয়েল, শামীম আহমদ মনা, শাহীন তালুকদার, সৈয়দ শিপু, এম এ হান্নান, আতিকুর রহমান চৌধুরী, এমদাদুর রহমান, হাফিজুর রহমান, পাবলু আহমদ প্রমূখ। সমাবেশে বক্তাগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর দায়েরী সকল মিথ্যা মামলা এবং ইস্যুকৃত গ্রেফতারী পরোয়ানা বাতিলের দাবী জানিয়ে বলেন, ইতিপুর্বে কারাগারে আটককৃত স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছসহ সকল রাজবন্দিদের নিঃর্শত মুক্তি দিতে হবে। অন্যতায় স্বেচ্ছা সেবক দল অসহযোগ আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।